Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

দারিদ্র্য বিমোচন সারা বিশ্বের মত বাংলাদেশেও সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম। এই কার্যক্রম সফলভাবে বাসত্মবায়নের জন্য ১৯৮৪ সাল হতে বাংলাদেশ সরকার এবং কানাডিয়ান সিডা কর্তৃক পরিচালিত একটি প্রকল্পকে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহিত আইনের মাধ্যমে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নামে প্রতিষ্ঠা করা হয়। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি স্বায়ত্ব-শাসিত সরকারী প্রতিষ্ঠান। অর্থ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত সরকারী স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কোড- ৩৮০৫ এর আওতায় পিডিবিএফ এর পরিচালন কোড নং- ৩২২৪।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), রংপুর অঞ্চলের নভেম্বর, ২০২০ ইং মাসের কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন।।

 

প্রশিক্ষণ কার্যক্রমঃ

 -নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ নভেম্বর/২০ ইং পর্যন্ত ৪৫৯ ব্যাচে ১২,৩৭৫ জন সুফল ভোগীকে প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে৷

-নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ নভেম্বর/২০ ইং মাসে ০৪ ব্যাচে ১০০ জন সুফল ভোগীকে প্রশিক্ষণ  প্রদান করা হয়েছে৷

- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ লক্ষ্যমাত্রার আলোকে নভেম্বর/২০ ইং পর্যন্ত  ৩৬৫ ব্যাচে ১০,০৭৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ফেব্রুয়ারি/২০ ইং মাসে ০২ ব্যাচে ৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে৷

-প্যারাটেক প্রশিক্ষণ ০ ব্যাচে ০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

- সমিতিতে সাপ্তাহিক সভায় বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে৷

আইসিটি কার্যক্রম সমূহঃ

- কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবঃ ০১ টি৷

- পিডিবিএফ এর আইসিটি কার্যক্রম ও ই-সেবা শক্তিশালীকরণ প্রকল্প, রংপুর অঞ্চলে ০৪ টি (চার) ব্যাচে মোট ১০০ জন পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০৫(পাঁচ)   দিনের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এবং ০৬ টি (ছয়) ব্যাচে মোট ১৫২ জন  পিডিবিএফ কর্মকর্তা/কর্মচরীকে সফলভাবে ০১ (এক) দিনের ওয়েব বেসড সফটওয়্যার এ্যাপ্লিকেশনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ৷

- প্রশিক্ষণ শেষে সবাইকে সনদপত্র প্রদান করা হয়েছে।

সৌরশক্তি উন্নয়ন প্রকল্প:

 সৌরশক্তি উন্নয়ন প্রকল্পের আওতায় গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে ৭০০ টি, গংগাচড়া ইউনিয়নে ২৫০ টি, লক্ষীটারীতে ৩৬০ টি, কোলকন্দতে ১৫০ টি, নোয়াহালীতে ৮৫০ টি, আলম বিদিতর ৮০ টি, বড়বিল ৫০ টি, বেতগাড়ী ৯০ টি, গজঘন্টা ২৩৫ টি মোট=২৭৬৫ টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে ।

 

সমিতি গঠনঃ
 লক্ষ্যমাত্রাঃ ০৪  টি

 অগ্রগতিঃ ০৪ টি

সদস্য ভর্তিঃ

লক্ষ্যমাত্রাঃ ৪৫০ জন

অগ্রগতিঃ ৫৫৫ জন

সঞ্চয় আদায়ঃ (সাধারন, সোনালী সঞ্চয় ও এফডিএস)
লক্ষ্যমাত্রাঃ ১০.০০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ২২.৫৩ (লক্ষ টাকায়)

ঋনী সদস্যঃ-

লক্ষ্যমাত্রাঃ ১০০০জন

অগ্রগতিঃ ১০৫১ জন

মাসে ক্ষুদ্র ঋণ বিতরন ও আদায়:
লক্ষ্যমাত্রাঃ ২৯০.০০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ২৯৪.০০ (লক্ষ টাকায়)

এফও প্রতি গড় বিতরণ: ৪.৯০

মাসে ক্ষুদ্র ঋণ আদায়যোগ্য ও আদায়ঃ

আদায়যোগ্যঃ ৩৫০.০০ (লক্ষ টাকায়)

অগ্রগতিঃ ৩৩৫.০০ (লক্ষ টাকায়)

আদায়ের হারঃ ৯৬%

 

মাসে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রমঃ

বিতরণঃ লক্ষ্যমাত্রাঃ ১৬৬.০০ (লক্ষ টাকায়)

             অগ্রগতিঃ ১৭৬.৬০ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়যোগ্যঃ ১৬৮.০০ (লক্ষ টাকায়)

মাসের ঋণ আদায়ঃ ১৬৩.০০ (লক্ষ টাকায়)

ঋণ আদায়ের হারঃ ৯৭%

ক্রমপুঞ্জিত মোট ক্ষুদ্র উদ্যোক্তাঃ ৬,৬৫০ জন

মাসে সোনালী সঞ্চয়ঃ ৩.৮০ (লক্ষ টাকায়)

মাসে কর্মসংস্থান হয়েছেঃ ২০০ জন।

নারী উদ্দ্যোক্তা ঋণ বিতরণঃ ৭৬.১০ (লক্ষ টাকায়)

নারী উদ্যোক্তাঃ ৮২ জন।